শিরোনাম
৩০ জুন, ২০২৪ ১৯:১০

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর ও মনাকষা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, রবিবার সকাল ১০টার দিকে ধোপপুকুর এলাকায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি রাস্তা পারাপারের সময় পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর ট্রাকের চালক ও চালকের সহকারি পালিয়ে যান। অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে মনাকষা এলাকায় রাস্তা পারাপারের সময় অটো রিকশার ধাক্কায় বর্ষা খাতুন নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তিনি একই উপজেলার বিশ্বনাথাপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে। 

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর