শিরোনাম
৩০ জুন, ২০২৪ ১৯:৩৬

নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া বাসস্ট্যান্ড এলাকায় শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় আহাদ মিয়া (৭০) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তিনি নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের বাসিন্দা ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। 

জানা যায়, শনিবার রাতে আহাদ মিয়া নবীনগর থেকে অটোরিকশা দিয়ে আলীয়াবাদ বাড়িতে ফেরার সময় নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে উল্টে গেলে আহাদ মিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করেছে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান। নিহতের ভাতিজা জুয়েল জানান, সড়ক দুর্ঘটনায় আহাদ কাকা আহত হলে স্থানীয় উদ্ধার করেছে কুমিল্লা নেয়ার সময় তিনি মারা যান। 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, সড়ক দুর্ঘটনায় আহাদ মিয়া নামের একজন মারা গেছেন।


বিডি প্রতিদিন/এএম

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর