১ জুলাই, ২০২৪ ২১:১৩

পদ্মায় বিলুপ্ত প্রজাতির বড় ঢাই মাছ

রাজবাড়ী প্রতিনিধি

পদ্মায় বিলুপ্ত প্রজাতির বড় ঢাই মাছ

রাজবাড়ীর পদ্মা নদীতে বিলুপ্ত প্রজাতির ঢাই মাছ ধরা পড়েছে। আজ সোমবার সকালে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে স্থানীয় জেলের জালে মাছটি ধরা পড়ে। ফেরিঘাটের আট কিলোমিটার উজানে উজানচর ইউনিয়নের মজলিশপুর এলাকায় হজরত মন্ডরের জালে মাছটি ধরা পড়ে। ঢাই মাছের সাথে দুই বড় আকারের ইলিশ মাছ উঠে আসে তাঁর জালে।

হজরত মন্ডল মাছগুলো বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিলামে তোলেন। সেখান থেকে দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী মো. শাহজাহান শেখ সর্বোচ্চ দরদাতা হিসাবে মাছগুলো ক্রয় করেন।

শাহজাহান শেখ বলেন, পদ্মা নদীতে বছরে অল্প কয়েকটি ঢাই মাছ পাওয়া যায়। এই মৌসুমে এত বড় ঢাই মাছ এই প্রথম। মাছটির ওজন ৭ কেজি ১০০ গ্রাম। ৩ হাজার ২০০ টাকা কেজি দরে ২২ হাজার ৭০০ টাকা দিয়ে মাছটি ক্রয় করেছি। পরে বিকালের দিকে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি সামান্য লাভে বিক্রি করেছি।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তফা আল রাজীব বলেন, ঢাই মাছ খুব সুস্বাদু। এটি সাধারণ ৩ থেকে ১০ কেজি পর্যন্ত হয়ে থাকে। ঢাই মাছ দুষ্প্রাপ্ত  বলে মাছগুলো বেশি দামি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর