১ জুলাই, ২০২৪ ২১:৪৪

ফরিদপুরে ৩ মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুরে ৩ মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গায় ৪৬৮ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এর একটি দল। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। র‌্যাব-১০ ক্যাম্পের কমান্ডার শাইখ আখতার জানান, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভাঙ্গা উপজেলায় অভিযান চালায়।

এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ৪শ ৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৪ হাজার টাকা। এ সময় ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন নাইম রশিদ (২৪), রাজন মিয়া (২৬) ও রহেল মিয়া (২৬)। গ্রেফতারকৃতদের বাড়ী চুয়াডাঙ্গা জেলায়। মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। 

র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছেন। দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর