১ জুলাই, ২০২৪ ২১:৫৩

চকরিয়ায় মাতামুহুরী নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়ায় মাতামুহুরী নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

কক্সবাজারের চকরিয়ায় টানা তিনদিন ধরে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে মাতামুহুরী নদীর বিপৎসীমা ছুঁই ছুঁই অবস্থা হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যার আশঙ্খা রয়েছে চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিন্মাঞ্চল। 
এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চোঁয়ারফাড়ি ও ঢেমুশিয়া কোনাখালী এলাকার বদ্ধ খালের স্লুইচগেট এর জলকপাট খুলে দিয়েছে। 
সরেজমিন দেখা যায়, মাতামুহুরী নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। বিপৎসীমা ছুঁই ছুঁই অবস্থা। টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকার নিন্মাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন বলেন, মাতামুহুরী নদীতে পানি বেশি হলেও আমার এলাকার বেড়িবাঁধ অতিক্রম করেনি। রাতে বৃষ্টি কমলে মাতামুহুরী নদীর পানি কমে যাবে। 
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, অতি বৃষ্টির পানি নিস্কাশন করতে বিভিন্ন এলাকার বদ্ধ খালের স্লুইচগেট এর জলকপাট খুলে দেয়া হয়েছে। এছাড়া দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসনের পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর