শিরোনাম
২ জুলাই, ২০২৪ ২০:৩৭

আগামী বর্ষা মৌসুমের আগেই টেকসই বেড়িবাঁধ : পানি সম্পদ প্রতিমন্ত্রী

ফেনী প্রতিনিধি

আগামী বর্ষা মৌসুমের আগেই টেকসই বেড়িবাঁধ : পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। ফাইল ছবি

আগামী বর্ষা মৌসুমের আগেই মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।

মঙ্গলবার ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধের ভাঙা স্থান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী বর্ষা মৌসুমের আগেই মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হবে। ইতিমধ্যে সক্ষমতা যাচাই শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেকে ৮০০ কোটি টাকার এই প্রকল্প অনুমোদন দেবেন ইনশাল্লাহ।

তিনি বলেন, ভাটির দেশ হিসেবে আমাদের বাপ-দাদারাও এভাবে বন্যা দেখে এসেছে। আমরাও দেখতেছি আমাদের পরবর্তী প্রজন্মরাও এভাবে বন্যা দেখে যাবে। আশা করছি স্থায়ী বাঁধ নির্মাণের পর এই এলাকায় আর পাহাড়ি ঢল থাকবে না।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর