২ জুলাই, ২০২৪ ২১:২৬

কুড়িগ্রামের কিছু এলাকায় ফের বন্যা পরিস্থিতি

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের কিছু এলাকায় ফের বন্যা পরিস্থিতি

কুড়িগ্রামের কিছু এলাকায় আবারও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কিছু নদ-নদীর পানি কমতে শুরু করলেও কোথাও কোথাও বাড়ছে পানি। তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ২ সেন্টিমিটার কমে এখনও বিপদসীমার ৬৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে পানি ১১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার  ২১ সেন্টিমিটার নিচ দিয়ে ও ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে পানি ১২ সেন্টিমিটার কমে বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

তবে ধরলা নদীর অপর সেতু পয়েন্টেও পানি ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় দ্বিতীয় দফার বন্যায় কুড়িগ্রামের তিস্তা,ধরলা ও দুধকুমার নদের অববাহিকার আবারো নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে বিপাকে পড়েছেন নদী তীরের মানুষজন। তলিয়ে গেছে আমন বীজতলা, পাট, ভুট্টা ও অন্যান্য ফসলের খেত।

চরাঞ্চলে গ্রামীণ কাচা সড়ক তলিয়ে গিয়ে অনেকেই কলার গাছের ভেলায় চরে পারাপার হচ্ছেন।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর