৩ জুলাই, ২০২৪ ০২:৪৭

গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে যুবক নিহত, আহত ১০

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে যুবক নিহত, আহত ১০

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

গাইবান্ধায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে ওই বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী নাফিজ শাহরিয়ার আকাশ (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। 

মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের বল্লমঝাড় ইউনিয়নের তুলসীঘাটের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নেয়া হয়।

নিহত নাফিজ শাহরিয়ার আকাশ গাইবান্ধা পৌর শহরের ব্রীজ রোডের একোএ্যাস্টেট পাড়ার শামসুল ইসলামের ছেলে। আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গেছে। তারা হলেন মোটসাকেলের আরেক আরোহী শহরের ব্রীজ রোড এলাকার আনিসুজ্জামান রুজের ছেলে রাহী (৩৫), বাসযাত্রী লক্ষীপুরের মাসুদ (২৪) একই এলাকার হাসি খাতুন (১৮), ইতি খাতুন (১২) ও জেনি খাতুন (১৪)। অন্যান্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়ে চলে যাওয়ায় তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিলো। রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের তুলসীঘাটের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একই দিকে চলমান একটি মোটরসাকেলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী আকাশ ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলে থাকা আরেক আরোহী রাহীসহ বাসের ভেতরে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ৫ জনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়া হয়। অন্যান্যরা বিভিন্নখানে চিকিৎসা শেষে চলে যায়।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকির হোসেন বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজে অংশগ্রহণ করে। এ ঘটনায় আহত ৫ জনের নাম-পরিচয়সহ আকাশ নামের এক যুবককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আকাশ নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার পালিয়েছে। উল্টে যাওয়া বাসটি উদ্ধারে চেষ্টা চলছে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর