৩ জুলাই, ২০২৪ ১২:২৪

ফুলগাজীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তীত, নতুন এলাকা প্লাবিত

ফেনী প্রতিনিধি

ফুলগাজীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তীত, নতুন এলাকা প্লাবিত

সংগৃহীত ছবি

ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতি অপরিবর্তীত রয়েছে। বাঁধ ভাঙা এলাকা থেকে পানি অনেকটা সড়ে গেলেও নতুন নতুন এলাকায় প্লাবিত হয়েছে।

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর ৫টি স্থানের বাঁধ ভেঙে সোমবার রাতে ফেনীর ফুলগাজী ও পরশুরামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। 

বুধবার নতুন করে ফুলগাজীর নিলক্ষী, গোসাইপুর, করইয়া, নোয়াপুর গ্রাম প্লাবিত হয়েছে। পরশুরামের মালিপাথর এলাকার শালধরে নদীর ভাঙা বেড়িবাঁধ দিয়ে এখনও লোকালয়ে পানি প্রবেশ করছে।

বন্যায় এসব এলাকার মাছের ঘের তলিয়ে যাওয়া ছাড়াও নষ্ট হচ্ছে ফসলি জমি। মানুষের বাড়ি-ঘরে পানি উঠায় তাদের মধ্যে অনেককেই অন্যত্র আশ্রয় নিতে হচ্ছে। 

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে মুহুরী নদীর পানি আজ বিপৎসীমার ২ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 
 
বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর