৪ জুলাই, ২০২৪ ২১:২২

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম আজমল হোসেন (২৮)। তিনি ঠাকুরপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।

স্থানীয় একটি সূত্র জানায়, বিএসএফ সদস্যরা আহত আজমলকে আটক করে ভারতের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেছেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন।
গ্রামবাসী জানায়, আজমল হোসেনসহ ৫/৬ জন বাংলাদেশি বৃহস্পতিবার ভোররাতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী বিএসএফের মালুয়াপাড়া ক্যাম্পের সদস্য গুলি চালায়। এতে আজমল হোসেনের পায়ে গুলি লাগলে অন্যরা পালিয়ে আসে। পরে বিএসএফ আজমলকে আটক করে নিয়ে যায়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

সর্বশেষ খবর