৪ জুলাই, ২০২৪ ২১:৪৮

হালুয়াঘাটে অসদুপায় অবলম্বনের দায়ে ৪ পরীক্ষার্থী বহিষ্কার

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

হালুয়াঘাটে অসদুপায় অবলম্বনের দায়ে ৪ পরীক্ষার্থী বহিষ্কার

ময়মনসিংহের হালুয়াঘাটে চলমান এইচএসসি পরীক্ষায় ইংরেজি ২য় পত্র ও কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ের পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করায় ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার ধারা উচ্চ বিদ্যালয় ও কুতিকুড়া করুয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের পৃথক দুটি পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত চার শিক্ষার্থীর মধ্যে ধারা আদর্শ ডিগ্রি কলেজের জেনারেল শাখার দুইজন এবং কুতিকুড়া টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের বিএম শাখার শেষ বর্ষের দুইজন শিক্ষার্থী রয়েছেন। বিষয়টি স্ব-স্ব কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ নিশ্চিত করেছেন।

হালুয়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরীক্ষায় নকল করার দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে। প্রশাসনের এ বিষয়ে কঠোর নজরদারি ও প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর