৫ জুলাই, ২০২৪ ১৮:০১

শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ক্ষয়ক্ষতি নিয়ে চিন্তা

শেরপুর প্রতিনিধি

শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ক্ষয়ক্ষতি নিয়ে চিন্তা

পাহাড়ি ঢল আর ভারি বৃষ্টিপাত কমে যাওয়ায় মহারশি, সোমেশ্বরী, ভোগাই ও চেল্লাখালী নদীর পানি কমতে শুরু করেছে। এতে শেরপুরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এদিকে পানিবন্দি অবস্থা থেকে মুক্তি মিললেও বন্যায় কাঁচা সড়ক, বীজতলা, সবজি ক্ষেত ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হওয়ায় কপালে নতুন চিন্তার ভাজ ফেলেছে ঝিনাইগাতি, শ্রীবরদী ও নালিতাবাড়ি উপজেলার নিম্নাঞ্চলের মানুষের।

তবে বাড়ছে পুরাতন ব্রহ্মপুত্র নদ ও মৃগী নদীর পানি। ফলে নতুন করে শেরপুর সদরের কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এদিকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তিনটি উপজেলায় পানিবন্দি রয়েছে হাজার দশেক মানুষ। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে কিছু ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন, ক্ষতির পরিমান নির্ধারণ করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করার পর ব্যবস্থা নেওয়া হবে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর