৭ জুলাই, ২০২৪ ২০:৫৮

রংপুরে রথযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে রথযাত্রা অনুষ্ঠিত

রংপুরে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। হিন্দু রীতি অনুযায়ী, প্রতি বছর নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্যদিয়ে ৯ দিনব্যাপী অনুষ্ঠিত হবে রথযাত্রা উৎসব। রবিবার বিকেলে রংপুর নগরীর পালপাড়া মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) রংপুর এর আয়োজনে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর সিটি করপোরশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

অনুষ্ঠানে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) রংপুর এর পরিচালক  শ্রীপাদ গোবিন্দ গিরিধারী দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাহিগঞ্জ পরেশনাথ মন্দিরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু রাম কৃষ্ণ সোমানী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক  এ্যাড. প্রশান্ত কৃমার রায়, পালপাড়া মদনমোহন মন্দিরের সভাপতি  ডাঃ নিখিলেন্দু গুহ রায়, রংপুর ধর্মসভার সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সরকার খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর