৭ জুলাই, ২০২৪ ২৩:৩২

দিনাজপুরে বিপৎসীমার উপরে করতোয়ার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

অনলাইন ডেস্ক

দিনাজপুরে বিপৎসীমার উপরে করতোয়ার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দিনাজপুরের খানসামায় করতোয়া নদীর পানি বিপৎসীমার ১৭৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল খানসামার ভাবকী ইউনিয়ন পরিষদের চাকিনিয়া গ্রামের বগুড়াপাড়া প্লাবিত হয়েছে।

রবিবার নিম্নাঞ্চলে পানিবন্দী ৭টি পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন। এসময় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিনসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

গত শনিবারের চেয়ে ৪০সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। যা ছিল ১৩৩ সেন্টিমিটার। গত এক সপ্তাহ ধরে থেমে থেমে বৃষ্টি হওয়ায় খানসামা উপজেলার আত্রাই নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হলে নিম্ন এলাকা নিমজ্জিত হয়।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, বিপৎসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে খানসামার উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর পানি। রবিবার বিকাল ৬টায় বয়ে যাওয়া আত্রাই নদীর পানি বিপৎসীমার ১৭৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীর এই অংশে বিপদসীমা ৪৩ দশমিক ৭০ মিটারের বিপরীতে প্রবাহিত হচ্ছে ৪৫ দশমিক ৪৭মিটারে। তবে দিনাজপুরের উপর দিয়ে প্রবাহিত অন্যান্য নদীর পানি বাড়লেও বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সিদ্দিকুর জামান জানান, রবিবার বিকাল ৬টার দিকে করতোয়া নদীর পানি বিপদসীমার ১৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে বৃষ্টিপাত না হলে পানি কমে যাবে বলে জানান তিনি। দিনাজপুরে ৩৩ দশমিক ৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, আমি সরেজমিনে গিয়ে পানিবন্দী ৭টি পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার দিয়েছি। আশা করছি খুব শীঘ্রই পানি নেমে যাবে।

বিডি প্রতিদিন/নাজমুল

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর