৮ জুলাই, ২০২৪ ১২:৪৮

পবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস পালিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস পালিত

“স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট গ্রাজুয়েট তৈরি”স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত জাতীয় পতাকা উত্তোলন করেন। বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এস. এম. তাওহিদুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোঃ সামসুজ্জোহা। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য ও বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। সকালে বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর