৮ জুলাই, ২০২৪ ২০:৩৬

চাঁদপুরে তিন বালু ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরে তিন বালু ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজারের উত্তর পাশে জমজমিয়া খালের দুই পাড়ে উন্মুক্ত স্থানে বালু ও ইট ব্যবসার কারণে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুসারে ভ্রাম্যমাণ আদালত ৩ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নিলয় রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: হান্নান।

তিনি বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা না মানায় জমজমিয়া খালের উত্তর পাড়ের ব্যবসায়ী রোকন মিয়াজি, শেখ ফজলুল করিম সেলিম ও মেজবাহ উদ্দিনকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মতলব দক্ষিণ থানার একটি পুলিশ দল সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, প্রাথমিকভাবে তাদেরকে সতর্কতা অবলম্বন ও বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় জরিমানা করা হয়েছে। জমজমিয়া খাল দখল করে ব্যবসা পরিচালনার বিষয়ে কাগজপত্রসহ এসে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর