৯ জুলাই, ২০২৪ ১৪:২২

কুষ্টিয়ায় কবরস্থান থেকে কঙ্কাল চুরি

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় কবরস্থান থেকে কঙ্কাল চুরি

কুষ্টিয়ার আমলা এলাকার কবরস্থান থেকে কঙ্কালের হাড়গোড় চুরি হয়েছে। পুলিশ বলছে, সাড়ে ৩ মাস আগে কবরটিতে মরদেহ দাফন করা হয়। কবরের পায়ের দিকে মাটি খোঁড়া হয়েছে, সেখানে যে হাড়গোড় থাকার কথা তা দেখা যাচ্ছে না।

কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, মঙ্গলবার সকালে উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের কবরস্থানের একটি কবর খোঁড়া এবং ভেতরে মরদেহের হাড়গোড় নেই এমনটি দেখে স্থানীয়রা। কবরটি এলাকার গার্মেন্ট ব্যবসায়ী রমজান আলীর মায়ের। তিনি বার্ধক্যজনিত কারনে সাড়ে ৩ মাস আগে মারা যান। ওসি বলেন, কারা কী কারণে কবর থেকে কঙ্কাল চুরি করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে, বৃষ্টির কারণে মাটি ধ্বসে গেছে কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে জানান তিনি।

কবরবাসীর ছেলে রমজান আলী জানান, সকালে মায়ের কবর খোঁড়া দেখে স্থানীয়া আমার পরিবারকে খবর দেয়। পরে গিয়ে দেখি কবর খোঁড়া এবং ভেতরে হাড়গোড় নেই। এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির জানান তিনি।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর