৯ জুলাই, ২০২৪ ১৫:১৩

চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচি

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচি

চুয়াডাঙ্গাবাসীকে তাপদাহ থেকে স্বস্তি দিকে বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার দুপুরে শহরের শহীদ হাসান চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী। মাসব্যাপী এ কর্মসূচিতে প্রথম পর্যায়ে চুয়াডাঙ্গা পৌর এলাকায় নয় হাজার গাছের চারা বিতরণ করা হবে।

আয়োজকরা জানান, দীর্ঘদিন থেকে চুয়াডাঙ্গাবাসী গ্রীষ্ম মৌসুমে অসহনীয় তাপদাহ অনুভব করে। তাপদাহের এ ধারাবাহিকতায় চলতি বছর চুয়াডাঙ্গা জেলায় ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়। এ জন্য চুয়াডাঙ্গার সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরীর দিকনির্দেশনায় পৌর এলাকার প্রতিটি বাড়িতে গাছ লাগানোর কর্মসূচি হাতে নেয়া হয়েছে। পরবর্তিতে জেলাব্যাপী এ কর্মসূচি বাস্তবায়নেরও চিন্তা রয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে ওবাইদুর রহমান চৌধুরী বলেন, আজকের বৃক্ষরোপণ আগামীদিনে সবুজ বনায়নের ধারাবাহিকতা রাখবে। জলবায়ু পরিবর্তনের কারণে সবুজ প্রকৃতি হারিয়ে যাচ্ছে। নাগরায়নের প্রয়োজনে অনেকেই গাছ কেটে ফেলছে। এজন্য প্রতিবছর চুয়াডাঙ্গার তাপমাত্রা বাড়ছে। 
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে রাখতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। প্রধানমন্ত্রীর নির্দেশ, সবলকে অন্তত দুইটা করে গাছ লাগাতে হবে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার আবু হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি প্রমুখ।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর