৯ জুলাই, ২০২৪ ১৮:৩৭

দিনাজপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

ভোক্তা অধিকারের অভিযান

দিনাজপুরের চিরিরবন্দরে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং এক ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর।

মঙ্গলবার দুপুরে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে নশরতপুর ইউপির সুইহারীবাজারে একটি ডায়াগনস্টিক সেন্টার ও দুইটি ওষুধের দোকানে এ অভিযান চালিয়ে জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মোছা. মমতাজ বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারায় মেডিকা ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা এবং ৫১ ধারায় ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে রাখার দায়ে মেসার্স মৃন্ময় মেডিকেল স্টোরকে ১০ হাজার ও মেসার্স জননী ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে চিরিরবন্দর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক, উপজেলা স্যানেটরি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মনজিল হোসেন সরকার উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সদস্যরা তাদের সহযোগিতা করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর