১০ জুলাই, ২০২৪ ১৪:১৪
কোটা সংস্কারের দাবি

খুলনায় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

খুলনার নতুন রাস্তার মোড়ে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের রায় বাতিল, কোটাপদ্ধতি সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের দাবিতে খুলনায় রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টা থেকে খুুলনা-যশোর মহাসড়কের নতুন রাস্তার মোড়ে জড়ো হয়ে তারা এই কর্মসূচি শুরু করেন।

এতে খুলনা-যশোর মহাসড়কে যানচলাচল ও রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বেনাপোল থেকে আসা একটি ট্রেন খুলনা রেলস্টেশনে ঢুকতে বাধা দেয়।

অপরদিকে, বিকাল ৩টায় শিক্ষার্থীদের আরেকটি অংশ খুলনা-ঢাকা মহাসড়কের রূপসা বাইপাস সাচিবুনিয়া মোড়ে অবস্থান নেবে। শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর