১০ জুলাই, ২০২৪ ১৪:৩৯

বেনাপোল সীমান্তে ১৮ স্বর্ণের বারসহ আটক ১

অনলাইন ডেস্ক

বেনাপোল সীমান্তে ১৮ স্বর্ণের বারসহ আটক ১

ভারতে পাচারের সময় ১৮ পিস স্বর্ণের বারসহ লিমন হোসেন (৩০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে বেনাপোলের পুটখালী সীমান্তের বারোপোতা বাজার মোড় নামকস্থানে খুলনা ব্যাটালিয়ন-২১ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৮ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।

আটক লিমন হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের শাহ আলমের ছেলে।

বিজিবি জানায়, ভোর রাতে গোপন সংবাদে জানতে পারেন স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের একটি দল বারোপোতা বাজারে গোপনে অবস্থান করেন। এসময় এক যুবক মোটরসাইকেলে সীমান্তে দিকে আসলে বিজিবি তার মোটরসাইকেল গতিরোধ করে। পরে তার দেহ তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায় এবং মোটরসাইকেলটি জব্দ করে।

জব্দ করা স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি ১৫ লাখ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার (পিএসসি) জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে তিনি জানান।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর