১১ জুলাই, ২০২৪ ১৬:১৫

মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মাগুরা প্রতিনিধি


মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

“অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যে আজ মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন এর আয়োজনে পরিবার পরিকল্পনা বিভাগ, মাগুরার সহযোগিতায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষ চাঁদের হাটে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। ডাঃ শহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন সিভিল সার্জন ডাঃ শামিম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দারুল আলম ও স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনায় মা ও শিশু স্বাস্থ্য, কৈশোরকালীন সেবা ও জনস্বার্থে অবদান রাখায় ১০টি ক্যাটাগরিতে ১০ জনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ ।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর