১১ জুলাই, ২০২৪ ১৬:২৮

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চুয়েট উপাচার্যের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চুয়েট উপাচার্যের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ।

বৃহস্পতিবার বেলা ১২টা ১৫ মিনিটে টুঙ্গীপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

এরপর পবিত্র ফাতেহা পাঠ করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শহীদ সদস্য ও মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন। প্রধানমন্ত্রীসহ দেশ সেবায় নিয়োজিত প্রজাতন্ত্রের সবার জন্য প্রার্থনা করা হয়। 

শ্রদ্ধা নিবেদন শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাহিদা সুলতানা, টু্ঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  সৈকত রায়হানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর