১১ জুলাই, ২০২৪ ২২:২৬

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে আদিবাসী নারীসহ তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে আদিবাসী নারীসহ তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোলে পৃথক বজ্রপাতের ঘটনায় এক আদিবাসী নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে মুশলধারে বৃষ্টির সময় বজ্রপাতে তাদের প্রাণহানি হয়।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের আমারক গ্রামের আদিবাসী শ্রী পরশ রায়ের স্ত্রী কমলা রানী (৫০) এবং নাচোল উপজেলার ঝলঝলিয়া গ্রামের আব্দুল আখেরের ছেলে ওসমান গনি (২০) এবং গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের বৈজনাথপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে উজ্জল (৫০)।

নাচোল থানার ওসি তারেকুর রহমান জানান, উজ্জল নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কামার জগদইল এলাকায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মেহেদী হাসান জানান, বিকেলে বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাত হলে কমলা রানী ঘটনাস্থলেই মারা যান। 

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর