১২ জুলাই, ২০২৪ ১৫:৩৬

রাজবাড়ীতে বিপৎসীমার ওপরে পদ্মার পানি

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে বিপৎসীমার ওপরে পদ্মার পানি

রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পদ্মা নদীর পানি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টে পদ্মার নদী পানি ২৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ সেন্টমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

শুক্রবার দুপুরে দৌলতদিয়া পানি পরিমাপক মোছা. সালমা খাতুন  (গেজ পাঠক) এ তথ্য নিশ্চিত করেন।
পদ্মা নদীর পানি বিপৎসীমার অতিক্রম করায় বেড়িবাঁধের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করছে। এছাড়া দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

রাজবাড়ী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক বলেন, পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে। জেলা প্রশাসক কার্যালয়ে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রস্তুতি রয়েছে। জেলায় ১২টি আশ্রয়কেন্দ্রসহ ৬০০ টন চাল ও নগদ ১২ লাখ টাকা মজুদ রয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর