১২ জুলাই, ২০২৪ ১৯:৫২

কোটা ব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

কোটা ব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

 সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল ও কুমিল্লাসহ বিভিন্ন স্থানে চলমান কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শুক্রবার বিকালে শহরের সাতমাথায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ সমাবেশ করা হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, হামলায় কোটা সংস্কারের আন্দোলন থামানো যাবে না। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কোটা সংস্কারের জন্য আন্দোলন করছে। এই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলা অত্যন্ত দুঃখজনক। তারা আগামী রবিবার সকালে বগুড়ায় বৃহত্তর ছাত্র সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেন।

সমাবেশে বক্তব্য রাখেন সাকিব খান, জাকিরুল ইসলাম, বিশাল, মিলন মিয়া প্রমুখ। প্রায় ঘণ্টাব্যাপী ওই সমাবেশে শিক্ষার্থীরা চলমান আন্দোলনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের হামলার তীব্র প্রতিবাদ জানান।

সমাবেশে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ-সুলতান কলেজ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজসহ বগুড়া শহরের সরকারি ৪টি কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর