১৩ জুলাই, ২০২৪ ১৭:১০

রাজবাড়ীতে কোটা সংস্কারের দাবিতে রেললাইনে শিক্ষার্থীদের অবস্থান

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে কোটা সংস্কারের দাবিতে রেললাইনে শিক্ষার্থীদের অবস্থান

কোটা সংস্কারসহ বেশ কয়েকটি দাবিতে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। 

শনিবার সাড়ে ১১টার দিকে রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের ব্যানারে সংগঠনটির নেতাকর্মী ও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস অবরোধের কবলে রেলযাত্রীরা। কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। পরে অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুজ্জামানসহ রাজবাড়ী সদর থানা পুলিশের সদস্যরা কোটা সংস্কারের দাবিতে অবস্থান নেওয়া ছাত্রদের সরিয়ে দেন।

রাজবাড়ী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তী বলেন, আমরা মানুষের ভোগান্তি চাই না। তবে আমরা জানিয়ে দিতে চাই কোটা সংস্কার হওয়া প্রয়োজন। পুলিশ এসে আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা মানুষের ভোগান্তি দূর করতে রেললাইন থেকে সরে গেছি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখাররুজ্জামান বলেন, শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছিলেন। আমরা তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। এরপর রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর