১৩ জুলাই, ২০২৪ ১৮:৪৬

স্মার্ট লোহাগড়া গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কর্মসূচি

নড়াইল প্রতিনিধি

স্মার্ট লোহাগড়া গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কর্মসূচি

নড়াইলে ‘স্মার্ট লোহাগড়া গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কর্মসূচি’র উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রবিউল ইসলাম।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ফয়জুল হক রোমের সভাপতিত্বে লোহাগড়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিআইডি’র ডিআইজি মো. নাজমুল আলম ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জামিনুর রহমান।

অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহুরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ুর রহমানসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর