১৩ জুলাই, ২০২৪ ২০:৫০

গোপালগঞ্জে নকল পণ্যের কারখানার সন্ধান

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে নকল পণ্যের কারখানার সন্ধান

জব্দকৃত পণ্য

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ভূলবাড়িয়া গ্রামে নকল পণ্যের কারখানার সন্ধান পাওয়া গেছে। শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সেবগাতুল্যাহ অভিযান পরিচালনা করেন।

কারখানার মালিক হানিফ মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের জেলের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ সময় কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া র‌্যাব-৬ ক্যাম্পের ইনচার্জ ফ্লাইট লেফটেন্যান্ট সৈয়দ ফজলুর রহমান, ড্রাগ সুপার বিথী রানী মণ্ডলসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ভূলবাড়িয়া গ্রামের রমজান মোল্লার ছেলে হানিফ মোল্লা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অবৈধ ও অননুমোদিত নকল পণ্যের কারখানা গড়ে তুলে বাজারজাত করে আসছিল।

র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা প্রশাসনকে জানালে শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল পণ্য ও পণ্য তৈরির সরঞ্জাম উদ্ধার করেন এবং কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের জেলের আদেশ দেন এবং আটক নকল পণ্যগুলো ধ্বংস করে দেওয়া হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর