১৪ জুলাই, ২০২৪ ১৩:৪৩

নোয়াখালীতে অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

“মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধই সমাধান’’-এ প্রতিপাদ্যে নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত হয়েছে।

বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবর রহমান। এ উপলক্ষে আজ রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদক বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, সরকারি বেসরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

পরে জেলা প্রশাসকের সম্মলেন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দেওয়ান মাহবুবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার আঁখি নূরজাহান নিলা, মূখ্য আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়স্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর