১৪ জুলাই, ২০২৪ ১৫:২৭

টাঙ্গাইলে কমেছে নদীর পানি

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে কমেছে নদীর পানি

টাঙ্গাইলে সব নদীর পানি কমতে শুরু করেছে। এতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বানবাসিরা দুর্ভোগে আছে।

গতকাল থেকে নদীর পানি কমতে শুরু করলেও এখনও যমুনা, ঝিনাই, ধলেশ্বরী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

বন্যার পানিতে জেলার গোপালপুর, ভূঞাপুর, কালিহাতী, সদর, নাগরপুর, দেলদুয়ার ও বাসাইল উপজেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, হাট-বাজার, ফসলী জমি তলিয়ে গেছে। চরাঞ্চলে বানভাসি মানুষরা বেশি দুর্ভোগে আছে। 

জেলার ৬টি উপজেলায় এখনও ৪৭ হাজার মানুষ পানিবন্দি হয়ে জীবন যাপন করছেন। এদিকে বন্যার কারণে জেলার প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের ৭২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানান, জেলার ৬টি উপজেলায় প্রায় ১১ হাজার পরিবারের ৪৭ হাজার মানুষ পানিবন্দি হয়ে জীবন যাপন করছেন। বন্যার্তদের মধ্যে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর