১৪ জুলাই, ২০২৪ ২০:৪০

জামালপুরে পানিতে ডুবে গৃহবধূসহ ৪ জনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি

জামালপুরে পানিতে ডুবে গৃহবধূসহ ৪ জনের মৃত্যু

প্রতীকী ছবি

জামালপুরের মেলান্দহ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে গৃহবধূসহ ৩ কিশোরীর মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৫টার দিকে শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুরচর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুরচর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম (২৮), একই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে জাহানারা লতিফ মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী দিশা আক্তার (১৭), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (১৪) ও গোলাপ উদ্দিনের মেয়ে খাদিজা আক্তার (৯)। তারা দুজনই স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিকাল ৫টার দিকে দক্ষিণ বালুরচর এলাকায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে গৃহবধূ রোকসানা এবং তিন কিশোরী দিশা, সাদিয়া ও খাদিজা। গোসল করার এক পর্যায়ে সাদিয়া ও খাদিজা পুকুরের পানিতে ডুবে গেলে তাদের উদ্ধার করতে যায় রোকসানা এবং দিশা। এসময় তারাও পানিতে ডুবে গেলে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। পরে ভাসমান অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর