১৪ জুলাই, ২০২৪ ২১:২৭

হবিগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী দিবস পালিত

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী দিবস পালিত

‘মাদকের আগ্রাসন দৃশ্যমান- প্রতিরোধই সমাধান’ এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে হবিগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসকের নিমতলা থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট পূর্বিতা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী পরিচালক সাজেদুল হাসানসহ বিভিন্ন কর্মকর্তাগণ। এসময় বক্তাগণ বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ্য ও সুন্দরভাবে গড়ে তুলতে হলে এখনই মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হয়। পরে রচনা প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর