১৫ জুলাই, ২০২৪ ১৫:০৫

আন্তঃজেলা চোরচক্রের একজন গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি


আন্তঃজেলা চোরচক্রের একজন গ্রেফতার

টাঙ্গাইলে এক আন্তঃজেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ৯ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে টাঙ্গাইল পুলিশ সুপার গোলাম সবুর এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। গ্রেফতারকৃত ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তর কাঠিপাড়া গ্রামের মৃত ফটিক মাঝির ছেলে শহিদ মাঝি (৩০) । 

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, গত ১১ জুলাই দুপুর ১২টায় অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার রতন চন্দ্র সাহা শহরের সোনালী ব্যাংক থেকে সঞ্চয় পত্রের টাকা উত্তোলন টাকাগুলো ব্যাগে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। এসময় কিছু পথ যাওয়ার পর তার ব্যাগে থাকা টাকার মধ্যে থেকে টাকা চুরি করে পালিয়ে যায়। পরবর্তীতে এই বিষয়ে টাঙ্গাইল সদর থানায় ওইদিনই মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ গোয়েন্দা পুলিশ অভিযান শুরু করে। পরে রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝালকাঠি থেকে শহিদ মাঝিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চুরিকৃত নগদ ৯ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও বাকি টাকা উদ্ধার করার লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত আছে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর