১৫ জুলাই, ২০২৪ ১৭:৫১

গোপালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

গোপালগঞ্জের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান মালেকা একাডেমিতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শওকত আলীর উদ্যোগে সোমবার বিদ্যালয় চত্বরে ৬’শ শিক্ষার্থীর হাতে এসব ফলের চারা তুলে দেয়া হয়। গাছের চারা বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম।

এ সময় মালেকা একাডেমির এ্যাকটিং চেয়ারম্যান ইস্কেন্দার আলী খান, প্রিন্সিপাল রমেশ চন্দ্র বিশ্বাস, ভাইস প্রিন্সিপাল আজিজুননেসা পলি,  প্রধান নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ শিক্ষার্থীদের হাতে এসব গাছের চারা তুলে দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম বলেন, গাছ আমাদের সবচেয়ে উপকারী বন্ধু। গাছ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অগ্রনী ভূমিকা রাখে। এছাড়া গাছ আমাদের ফল দেয়, অনেক গাছ ঔষধি  গুন সম্পন্ন, যা আমাদের সুস্থ রাখতে সহায়তা করে। 
মালেকা একাডেমির এ্যাকটিং চেয়ারম্যান ইস্কেন্দার আলী খান বলেন, মানুষ অবিবেচকের মত গাছ কেটে ফেলে পবিশের বিপর্যয় ডেকে এনেছে। যার ফলে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, খরা, জলোচ্ছাসসহ না প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হচ্ছে। এজন্য পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন অত্যন্ত জরুরী। আমরা  শিক্ষার্থীদের মাধ্যমে এরকম বৃক্ষ রোপন অভিযান গড়ে তুলতে পারলে আগামীতে আমাদের পরিবেশ ধ্বংশের হাত থেকে রক্ষা পাবে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর