১৫ জুলাই, ২০২৪ ১৮:৪৪

কুষ্টিয়ায় রাজাকারবিরোধী মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় রাজাকারবিরোধী মানববন্ধন

কুষ্টিয়ায় তিন দফা দাবিসহ রাজাকারবিরোধী মানববন্ধন করেছে প্রজন্ম' ৭১ কুষ্টিয়া। সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহাসড়কে ওই মানববন্ধনে মুক্তিযোদ্ধার সন্তান, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রজন্ম'৭১ কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মুক্তিযোদ্ধার সন্তান আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কুষ্টিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল প্রমুখ।

বক্তারা বলেন, অবিলম্বে আমাদের ৩ দফা দাবি মানতে হবে। দাবিগুলো হলো- রাজাকারের উত্তরসূরীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণা করতে হবে, যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে ও রাজাকারের পূর্ণাঙ্গ তালিকা করতে হবে। অন্যথায় বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রজন্ম'৭১ এর নেতৃবৃন্দ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর