১৫ জুলাই, ২০২৪ ১৯:১১

বগুড়ায় কুকুরের কামড়ে আহত ২২

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় কুকুরের কামড়ে আহত ২২

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পৌর এলাকায় দুইটি বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ ২২ জন আহত হয়েছেন। সোমবার ভোর ৪টা থেকে বেলা ১০টা পর্যন্ত সাধারণ মানুষ পথ চলাচলের সময় কুকুরের কামড়ের শিকার হন। 

আহতরা হলেন -সারিয়াকান্দি সদর ইউনিয়নের দেলুয়াড়ী এলাকার ইনছান আলীর ছেলে তারাজুল ইসলাম (৬০), কুঠিবাড়ী গ্রামের আবুল হোসেনের স্ত্রী জয়নব বেগম (৪০), পাকুল্লা গ্রামের দাররাজ আকন্দের ছেলে সায়েদজ্জামান (৫৫), কুপতলা এলাকার খালেক প্রমানিকের ছেলে আসাদ (৪০), ধলিরকান্দি এলাকার নাজির হোসেন আকন্দের ছেলে নূর আলম (৫২), নিজ বাটিয়া এলাকার ঈশ্বর চন্দ্র (৫০), ধাপ এলাকার নিরঞ্জনের ছেলে বন্ধন (৬), তাহেরুলের ছেলে আবু সাঈদ (৩), হাফিজারের স্ত্রী কমেলা (৫০), মৃত ফুলুর ছেলে কিয়াম উদ্দিন (৬০), কৈয়রপাড়া এলাকার মৃত বাবু প্রমাণিকের ছেলে মহিদুল (৫০), বাগবেড় গ্রামের মোতালেবের ছেলে সাদেকুল (১৫), বাড়ইপাড়া এলাকার হাবিলের স্ত্রী মনোয়ারা (৩০), মথুরাপাড়া এলাকার জব্বার আকন্দের ছেলে বাবলু (৪০), আন্দরবাড়ীর সামাদের ছেলে ছানাউল্লাহ (২৯), দীঘলকান্দি গ্রামের বেলাল হোসেনের মেয়ে বৃষ্টি (১৩), ধনতলা এলাকার আব্দুল খালেক প্রামানিকের ছেলে আছাব্বর(৫০)। এছাড়াও অজ্ঞাত আরো ৫ জন আহত হয়েছেন। 

জানা যায়, ২ দিনের ব্যবধানে দেলুয়াবাড়ী, কুড়িপাড়া, বাগবেড়, বাড়ইপাড়, পাকুল্লা, কুঠিবাড়ী, ধাপ, ধলিরকান্দি, নিজবাটিয়া, কৈয়রপাড়া, হাসপাতাল প্রাঙ্গন, উপজেল পরিষদসহ উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিক আক্রমণ চালিয়ে শিশু-বৃদ্ধার হাতে পায়ে এমনকি পিঠে আক্রমণ করে আহত করেছে। এতে ওইসব এলাকায় বেওয়ারিশ কুকুরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাড়ি থেকে বের হলেই কুকুরের আক্রমণের শিকার হচ্ছে চলাচলরত মানুষেরা। 

সারিয়াকান্দি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুব রহমান সরদার জানান, কুকুর কামড়ানোর ভ্যাকসিন না থাকায় তাদের যথাযথ চিকিৎসা দিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে পাঠানো হয়েছে। গত দুই দিন হলো কুকুরে কামড়ানো রোগী হাসপাতালে আসছেন। পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ না থাকায় রোগীদের কিছুটা সমস্যা হচ্ছে।

পৌর মেয়র মতিউর রহমান মতি জানান, বেওয়ারিশ কুকুরের কামড়ে অনেকে আহত হয়েছে। কুকুর যেন আর কাউকে কামড়াতে না পারে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসায় সহযোগিতা করা হবে।  

বগুড়া জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম জানান, বেওয়ারিশ কুকুর সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্থানে মানুষের ওপর আক্রমণ করেছে। কুকুরে কামড়ানো বিভিন্ন বয়সের মানুষদের সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে ১২ জনকে এন্টি র‌্যাবিস ভ্যাকসিন দেয়া হয়েছে। সরিয়াকান্দিতে ভ্যাকসিন কম ছিল। যে কারণে বাকিদের বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে এন্টি র‌্যাবিস ভ্যাকসিন টিকা দেয়ার জন্য পাঠিয়ে দেয়া হয়েছে। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর