১৫ জুলাই, ২০২৪ ১৯:৫০

কোটা সংস্কারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি

কোটা সংস্কারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে শহরের ১নং রেলগেটে এ কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার সমন্বয়ক মেহেদী হাসান, সংগঠনের জেলা সহ-সমন্বয়ক জয়নুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থী বিশ্বজিৎ রায় ও কলিরানী।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে উদ্দেশ্য করে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যা বলেছেন, তা আমাদেরকে আশাহত করেছে। আমরা দ্রুত প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানাই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

সমাবেশ শেষে জাতীয় পতাকা, দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের রা হয়। মিছিলটি বিভিন্ন স্লোগানে শহরের বিভিন্ন সড়ক ঘুরে ১নং রেল গেটে গিয়ে শেষ হয়।

 

বিডি প্রতিদিন/এনএইচ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর