১৫ জুলাই, ২০২৪ ২২:৪২

‌‘রাজাকাররা কোটার নামে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে’

দিনাজপুর প্রতিনিধি

‌‘রাজাকাররা কোটার নামে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে’

রাজাকাররা কোটার নামে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, কমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে কোটা আন্দোলন করাচ্ছে স্বাধীনতা বিরোধীরা। এই আন্দোলনের নামে যদি জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে সরকার ছাড় দিবে না। কোটা আন্দোলনসহ স্বাধীনতা বিরোধীরা বিভিন্ন ভাবে আন্দোলনের নামে সরকার উৎখাতের চেষ্টা করছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। 

সোমবার বিকেলে দিনাজপুর স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪’ এর চুড়ান্ত খেলায় পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

চুড়ান্ত খেলায় ২-১ গোলে বিরল সরকারি কলেজকে পারাজিত করে চ্যাম্পিয়ন হয় দিনাজপুর সরকারি কলেজের খেলোয়াড়রা। 

চুড়ান্ত খেলার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর-এ-আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোসফেকুর রহমান।স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. আরিফুজ্জামান তুষার। 

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রীনা কুমারী রায় পারুল, মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম বানু, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামি, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান, মিজানুর রহমান পাটোয়ারি বাবু, কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপূর্ব, নির্বাহী সদস্য প্রশান্ত কুমার সরকার অরুন, মো. আনোয়ারুল ইসলাম, শাহীন পারভেজ, রবিউল আউয়াল খোকা, আশরাফুল আলম রমজান, নওশাদ ইকবাল কলিন্স, আবু সামাদ মিঠুসহ অংশগ্রহনকারী কলেজের শিক্ষক, কোচ ও খেলোয়াড়বৃন্দ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর