১৬ জুলাই, ২০২৪ ১৪:০৯

চুয়াডাঙ্গায় কোটা আন্দোলনের পক্ষে বিপক্ষে কর্মসূচি পালন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় কোটা আন্দোলনের পক্ষে বিপক্ষে কর্মসূচি পালন

চুয়াডাঙ্গায় কোটা সংস্কার আন্দোলনের বিপক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। অপরদিকে আন্দোলনের পক্ষে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভের প্রস্তুতি নিলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শহীদ হাসান চত্বরে আন্দোলনের বিপক্ষে মানববন্ধন হয়। প্রায় একই সময়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভের চেষ্টা করে।

মুক্তিযোদ্ধাদের আয়োজনে কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশব্যাপি নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, কোটা সংস্কারের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে স্বাধীনতা বিরোধী অপশক্তি স্বোচ্চার হয়েছে। তারা দেশব্যাপি নৈরাজ্য সৃষ্টি করছে। মহামান্য হাই কোর্ট ২০১৮ সালের কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় প্রদান করেছেন। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের নামে সারাদেশে অচলাবস্থা সৃষ্টি করেছে। মুক্তিযোদ্ধার সন্তানরা এই অপশক্তিকে রাজপথে মোকাবেলা করতে বদ্ধপরিকর।

এদিকে, একই সময়ে চুয়াডাঙ্গার সরকারি কলেজের সামনে সাধারণ ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালনের উদ্যোগ নিলেও পুলিশি বাধায় তা ভেস্তে যায়। সাধারণ ছাত্ররা সমবেত হওয়ার চেষ্টা করলে আন্দোলন বিরোধী ছাত্ররাও বাধা দেয়। পরে সাধারণ শিক্ষার্থীরা চুয়াডাঙ্গা সরকারি কলেজের ভেতরে অবস্থান নেয়। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর