১৬ জুলাই, ২০২৪ ১৭:৫১

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তপ্ত মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তপ্ত মুন্সীগঞ্জ

সারাদেশের সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের প্রতিবাদ ও কোটা সংস্কারের একদফা দাবিতে মুন্সীগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মুন্সীগঞ্জে প্রেসক্লাবের মূল ফটকে অবস্থান নিয়ে প্রথমে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা।

এরপর বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি জেলা শহরের সুপারমার্কেট ও কাচারি চত্ত্বরসহ বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় স্থানীয় কয়েক শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় আন্দোলনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীরা চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর সাম্প্রতি ঘটে যাওয়া অতর্কিত হামলা ও নৃশংসতার দ্রুত বিচারের দাবি জানান। এবং সর্বোচ্চ ৫ শতাংশ রেখে কোটা সংস্কারের সরকারি সিদ্ধান্ত ঘোষণার দাবি তোলেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর