১৬ জুলাই, ২০২৪ ২০:১৪

নীলফামারীতে গৃহবধূকে হত্যার অভিযোগ, বিচারের দাবি

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে গৃহবধূকে হত্যার অভিযোগ, বিচারের দাবি

নীলফামারীর সৈয়দপুরের গৃহবধূ আয়েশা সিদ্দিকা বন্নাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।

মঙ্গলবার সকালে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন নিহত বন্নার মা ময়না বেগম ও বাবা বেলাল হোসেন।

অভিযোগে বলা হয়, বন্নার স্বামী আবু বকর সিদ্দিক ওরফে বাদশা একজন থাই জুয়াড়ি। নির্যাতন করে বকর ও তার পরিবারের সদস্যরা বন্নাকে হত্যা করেছে। আমরা হত্যার সুষ্ঠু বিচার চাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

প্রসঙ্গত, শুক্রবার সকালে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজিরহাট এলাকায় আবু বকর সিদ্দিকের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর