১৬ জুলাই, ২০২৪ ২০:৩২

কিশোরগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫

কিশোরগঞ্জ শহরে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ

কিশোরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে গুরুদয়াল সরকারি কলেজে এ ঘটনা ঘটে।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীরা গুরুদয়াল সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে বলে অভিযোগ করেছেন তারা। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। আহতদের কেউ কেউ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে কলেজ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের পুরানথানা মোড় অবরোধ করে। প্রায় আধাঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা।

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী অভি চৌধুরী জানান, গুরুদয়াল সরকারি কলেজে মিছিল বের করলে ছাত্রলীগ তাদের ওপর হামলা চালায়। তারাও পাল্টা ব্যারিকেড সৃষ্টি ও হামলা প্রতিহত করেন। পরে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে আন্দোলনকারীরা। হামলায় তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর