১৬ জুলাই, ২০২৪ ২০:৩৬

সুবিধাবঞ্চিত শিশুদের মেধা বিকাশে ফেনীতে শেখ রাসেল শিশু পার্ক

ফেনী প্রতিনিধি

সুবিধাবঞ্চিত শিশুদের মেধা বিকাশে ফেনীতে শেখ রাসেল শিশু পার্ক

 

সুবিধাবঞ্চিত শিশুদের মেধা ও মনন বিকাশে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্প এলাকায় স্থাপিত হলো শেখ রাসেল শিশু পার্ক।
মঙ্গলবার সকালে এ পার্ক উদ্বোধন করেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ, সদর উপজেলা সহকারী কমিশনার সজিব তালুকদার, উপজেলা পকল্প বাস্তবায়ন কর্কমতা আফতাব উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফেনীতে এই প্রথম ইউনিয়ন পর্যায়ে ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে মহুরী নদীর পাড়ে সুবিধাবঞ্চিত শিশুদের মেধা ও মনন বিকাশে আশ্রয়ন প্রকল্প এলাকায় ১৭ লাখ টাকা ব্যয়ে শিশু পার্কটি নির্মাণ করা হয়েছে। পার্কটিতে প্রাথমিক পর্যায়ে ১১টি রাইড সংযুক্ত করা হয়েছে। এতে শিশুদের বিনোদন ও খেলাধুলা মনোযোগী হয়ে উঠবে। এখানে বসবাসরত ৬৮টি পরিবারের শিশুদের পাশাপাশি আশপাশের এলাকায় শিশুরাও বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারবে। এ পার্কটি নদীর পাশে অবস্থিত হওয়ায় ওই স্থানে সৌন্দর্য পিপাসুদের জন্য এক মনোমুগ্ধকর পরিবেশ গড়ে উঠেছে। এ সময় জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার শিশুদের মাঝে উপহার হিসেবে চকলেট বিতরণ করেন।
উদ্বোধন শেষে আশ্রয়ন প্রকল্পে ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহ আলমের সঞ্চালনায় আশ্রয়নবাসীদের সাথে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন রশীদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুল হক রিপন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর