১৬ জুলাই, ২০২৪ ২১:৩৪

কোটা সংস্কার দাবিতে গাইবান্ধায় শিক্ষার্থীদের সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি

কোটা সংস্কার দাবিতে গাইবান্ধায় শিক্ষার্থীদের সমাবেশ

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের রায় বাতিল এবং কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে গাইবান্ধা সদরে মানবন্ধন ও সুন্দরগঞ্জে মিছিল সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে গাইবান্ধা পৌর শহীদ মিনারে মানববন্ধন করা হয়। এদিকে ওই সময়ে সুন্দরগঞ্জে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরাল চত্ত্বরে সমাবেশ করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার পোস্টার হাতে পৌর শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে কোটা সংস্কারের দাবি জানান। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এতে যোগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক প্রফেসর ফরিদ উদ্দিন খান।

অন্যদিকে সুন্দরগঞ্জে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরাল চত্ত্বরে সমাবেশ করেন। পরে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাস্তায় শিক্ষার্থীরা বসে পড়েন। এ সময় শিক্ষার্থীরা ব্যানার পোস্টার হাতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর