শিরোনাম
১৭ জুলাই, ২০২৪ ১৪:১৪

শিক্ষার্থীদের অবরোধের কারণে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যানজট

কুমিল্লা প্রতিনিধি:

শিক্ষার্থীদের অবরোধের কারণে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যানজট

কুমিল্লার উপজেলাগুলোতে সড়কে নেমে পড়েছে শিক্ষার্থীরা। বন্ধ রয়েছে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক। বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে কুমিল্লার মুরাদনগর, দাউদকান্দি, দেবিদ্বার উপজেলা সদর ও মহাসড়কে ছাত্রদের জড়ো হয়ে বিক্ষোভ করতে দেখা গেছে।

মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করেছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা এসে জড়ো হয় সেখানে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষোভ চলছিল। এতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। 

কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরেও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা এসে উপজেলা সদরের নিউ মার্কেট এলাকায় জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে। এসময় নিউ মার্কেট জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজট ছড়িয়ে পড়ে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কেও।

কুমিল্লার দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া বলেন, সাড়ে ১০টার দিকে কয়েকশ শিক্ষার্থী এসে সড়কে অবস্থায় নেয়। কিছুক্ষণ পর তারা চলে যায়। পুলিশ সড়কে কড়া নজরদারি রাখছে।

এদিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় সড়কে রয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। শিক্ষার্থীদের মহাসড়কে আসার আগেই ছাত্রলীগের কয়েকশো মোটরসাইকেলের একটি বহর দাউদকান্দির গৌরীপুর হয়ে ইলিয়টগঞ্জ পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহড়া দেয়।

দাউদকান্দি থানার ওসি মো. মুজাম্মেল হক বলেন, মহাসড়কে বিপুল পরিমাণ পুলিশ রয়েছে। এখনও এমন কোন ঘটনা ঘটেনি। পুলিশ কড়া নজরদারি রাখছে। 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর