শিরোনাম
১৭ জুলাই, ২০২৪ ১৬:২৯

লালমনিরহাটে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটের মিশনমোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে দুই ঘণ্টাব্যাপি বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) সকাল ১১টায় শুরু হয়ে টানা দুই ঘণ্টাব্যাপি চলা এ আন্দোলনে কোনো বাধা ছাড়াই লালমনিরহাট সরকারি কলেজ, মজিদা খাতুন সরকারি কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ২ হাজার শিক্ষার্থী অংশ নেয়। পরে সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে যোগ দেয় লালমনিরহাট জেলা ছাত্রদল।

কোটা বিরোধী শিক্ষার্থীরা টানা দুই ঘণ্টা মহাসড়কটিতে অবস্থান করায় বন্ধ ছিলো যানচলাচল। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কর্মসূচি পালন করা হবে জানিয়ে আন্দোলন সমাপ্তি করেন আন্দোলনকারীরা।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, সকাল থেকে মিশনমোড় চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের অপ্রতিকার ঘটনা এড়াতে পুলিশ শক্ত অবস্থানে রয়েছে। এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর