শিরোনাম
১৭ জুলাই, ২০২৪ ১৬:৫৮

গোপালগঞ্জে দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা

গোপালগঞ্জে বৃহস্পতিবার শেখ রাসেল ২০তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় গোপালগঞ্জ মধুমতি বিলরুট চ্যানেলে এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম.বি. সাঈফ বি. মোল্লা এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আরো জানান, সকাল ৯টায় মধুমতি বিলরুট চ্যানেলের গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ব্রীজ থেকে শেখ রাসেল ২০তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা শুরু হবে। একই উপজেলার হরিদাসপুর ব্রীজে এসে এ প্রতিযোগিতা সমাপ্ত হবে।
জাতীয় পর্যায়ের ১৪ জন সাঁতারু এ প্রতিযোগিতায় অংশ নেবেন বলে এম.বি. সাঈফ বি. মোল্লা জানিয়েছেন। এদিন বিকাল ৩টায় শহরের শেখ ফজলুল হকমণি অডিটোরিয়ামে শেখ রাসেল ২০তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  
বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর