শিরোনাম
১৭ জুলাই, ২০২৪ ১৭:১০

মেহেরপুরে আশুরা মেলায় দর্শকদের উপচেপড়া ভিড়

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে আশুরা মেলায় দর্শকদের উপচেপড়া ভিড়

মেহেরপুরে ১০ মহরমকে ঘিরে ঐতিহ্যবাহী আশুরা মেলা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এ মেলা। অনুষ্ঠানে যোগ দিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মেলা প্রাঙ্গণে আসছেন জেলা ও জেলার বাইরের অসংখ্য মানুষ।

শতবর্ষী এই মেলা মেহেরপুর সদর উপজেলার ভারত সীমান্তবর্তী কুতুবপুর প্রাইমারি স্কুল মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে মেলায় বাড়ছে মানুষের ভিড়। মেলা উপলক্ষে বিভিন্ন কসমেটিক্স, হস্তশিল্প ও নারীদের জন্য অলংকার সামগ্রীর শতাধিক দোকানের পসরা সাজিয়ে বসেছেন।

এ ছাড়া শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগর দোলা, লক্ষ্যভেদসহ নানা ধরনের খেলার ব্যবস্থা। এ ছাড়া দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, দর্গাতলায় সিন্নি বিতরণ ও তাজিয়া মিছিল।

মেলাটির আয়োজক কমিটির সভাপতি আফরাজুল হক বলেন, প্রতি বছর ১০ মহরম মেলাটি হয়ে থাকে। এ জন্য আগাম কোনো ঘোষণা দেওয়া হয় না। ১০০ বছরের বেশি সময় ধরে একই দিনে মেলাটি বসছে। আয়োজক কমিটি প্রায় এক মাস আগে থেকে সব প্রস্তুতি নিয়ে থাকে। এবারও সে রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর