শিরোনাম
১৭ জুলাই, ২০২৪ ১৭:৩০

টাঙ্গাইলে কোটাবিরোধী আন্দোলনে মহাসড়কে যান চলাচল বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে কোটাবিরোধী আন্দোলনে মহাসড়কে যান চলাচল বন্ধ

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোল চত্ত্বর এলাকায় অবস্থা করে কোটাবিরোধী কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টা হতে বঙ্গবন্ধু সেতু গোল চত্ত্বর এলাকায় অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে। আন্দোলনের কারণে বঙ্গবন্ধু। সেতুর উপরসহ মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় পরিবহন চলাচল বন্ধ রয়েছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলনে যুক্ত হয়েছে। 

এদিকে মহাসড়কে পরিবহন চলাচল না করায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ রেখেছে সেতু কর্তৃপক্ষ। ফলে ভোগান্তিতে পড়েছে চলাচলকারীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কোটা পদ্ধতি সংস্কার করা হোক। যতক্ষণ পর্যন্ত কোন সুরাহা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সড়ক ছাড়বো না। 

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ জানান, শিক্ষার্থীরা একত্রিত হয়ে তারা মহাসড়কের গোল চত্ত্বর এলাকায় অবস্থান নিয়েছে। তাদেরকে মহাসড়ক ছেড়ে দেয়ার জন্য বারবার বলা হচ্ছে। আন্দোলনের কারনে মহাসড়কে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। 
এক ঘন্টা অবরোধ থাকার পর পুলিশ অবরোধকারীদের দাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে যানচলাচল শুরু হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর